ভারত জোড়ো যাত্রা চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে(Rahul Gandhi) খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। মধ্যপ্রদেশের নাগদা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নাগদা পুলিশের তরফে ইতিমধ্যেই গ্রেপ্তারের বিষয়ে ইনদওরের অপরাধ দমন শাখাকে জানানো হয়েছে বলে খবর। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের রায়বরেলীর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রাহুল গান্ধির নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন হুমকি দেওয়া হয়, এই যাত্রা নিয়ে রাহুল মধ্যপ্রদেশের ইনদওরে পা রাখলেই তাঁকে বোমা মারা হবে। ইনদওরে জুনি থানা এলাকায় একটি মিষ্টি দোকানের বাইরে হুমকি চিঠি উদ্ধার করা হয়। হুমকি চিঠি পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। অবশেষে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। সম্প্রতি বীর সাভারকারের ওপর করা রাহুলের মন্তব্যের জেরেই তাঁকে এই হুমকি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রকৃত কারণে জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ।
