জমি জটে আটকে নেই কোনও শিল্প উদ্যোগ, দাবি শশী পাঁজার

জমি জটে আটকে নেই রাজ্যের কোনও শিল্প প্রকল্প। বরং কেন্দ্রীয় সরকারের আটকে পড়া বা রাজ্যের বকেয়া বিপুল পরিমাণ অর্থ, রাজ্যের শিল্প কাঠামো উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ড. শশী পাঁজা। শুধু তাই নয়, এই পরিপ্রেক্ষিতে সিঙ্গুরের প্রসঙ্গ টেনে নিয়ে শশী জানিয়েছেন, রাজ্যে শিল্পের জন্য পর্যাপ্ত জমি নেই বলে যারা অভিযোগ করছেন, সিঙ্গুর তাদের জন্য দৃষ্টান্ত। তাঁর দাবি, তৎকালীন বাম সরকার ও টাটা গোষ্ঠী কৃষির জায়গায় শিল্প আনতে চেয়েছিলেন। চেষ্টা চলেছিল তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার। বাস্তব এটাই, রাজ্য থেকে গুজরাটে সরে গিয়েও টাটার ‘ন্যানো’ প্রকল্প টিকতে পারেনি।

এদিন দিল্লির প্রগতি ময়দানে চলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা আইআইটিএফে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে অংশ নিতে এসেছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। ‘বেঙ্গল প্যাভেলিয়ন’ ঘুরে দেখার পাশাপাশি সাংবাদিক সম্মেলনে বসে রাজ্যে তৃণমূল সরকারের জমানায় শিল্প এবং বাণিজ্যের উৎকর্ষতা তথা বৃহত্তর পরিসরে উন্নয়নের চালচিত্র তুলে ধরেন তিনি। অনিবার্যভাবে সেখানে প্রশ্ন ওঠে রাজ্যের শিল্পের বাতায়নে জমি অধিগ্রহণ বিষয়ক বহুমুখী সমস্যা থেকে সুরাহা নিয়ে। রাজ্যের তরফে বহুবার ‘শিল্প-বান্ধব’ পরিবেশের দাবি করা হলেও শিল্পের জন্য বরাদ্দ জমি এবং অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিয়ে বারবার সমালোচনা করেছেন, প্রশ্ন তুলেছেন বিরোধীরা।