নয়াদিল্লি ২৬ নভেম্বর:মহারাষ্ট্রের থানে এলাকায় এক যোগাসন শিবিরে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল রামদেবের বিরুদ্ধে ৷ পোশাকহীন নারীকেই তিনি সবচেয়ে সুন্দরী মনে করেন বলে জানিয়েছেন এই যোগগুরু ৷ যোগগুরুর এমন কথায় চমকে যান সভায় উপস্থিত মহিলারা। রামদেবের এমন মন্তব্য তাঁদের পছন্দ হয়নি বলে জানা গিয়েছে। রামদেবের এই বিতর্কিত মন্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে মহিলা কমিশন। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন ভিডিওটি টুইট করে রামদেবকে ক্ষমা চাওয়ার কথা বলেন।রামদেবের এই মন্তব্যকে ‘অত্যন্ত নিন্দা জনক’ বলেও আখ্যা দেন তিনি।তেলেঙ্গানা মহিলা কংগ্রেসও এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
মুম্বইয়ে পতঞ্জলীর যোগপীঠের আয়োজনে শুধুমাত্র মহিলাদের জন্য বিনামূল্যের একটি যোগ প্রশিক্ষণ শিবিরে ছিলেন রামদেব। ‘মুম্বই মহিলা পতঞ্জলী যোগ স্মৃতি’র অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিণ্ডে, মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী তথা গায়িকা অম্রুতা ফড়নবিশ-সহ বিজেপির বেশ কয়েক জন নেতা। সেখানেই রামদেব মুখ ফসকে বেকায়দা মন্তব্য করেন।
এদিন আয়োজনের শুরুতে নিয়ম মেনে যোগ শিক্ষা দেন রামদেব। সেই সময় মহিলারা যোগচর্চার জন্য বিশেষ পোশাক পরেছিলেন। যোগাসনের প্রশিক্ষণ শেষ হওয়ার পরই রামদেবের বক্তব্য শুরু হয়ে যায়। ফলে মহিলারা পোশাক বদলের সময় পাননি। যোগচর্চার পোশাক পরেই যোগগুরুর বক্তব্য শুনতে বসে যান। যা দেখে রামদেব বলেন, “শাড়ি পরলে মেয়েদের ভাল লাগে। সালোয়ার-কামিজ পরলে ভাল লাগে মেয়েদের।” এরপর রামদেবের বিস্ফোরক মন্তব্য, “আমার চোখে কিছু না পরলেও মেয়েদের সুন্দর লাগে।”
