১৭ ডিসেম্বর রাজ্যে অমিত শাহ, নবান্নে মুখোমুখি হবেন মমতার

নিজস্ব প্রতিবেদক: ‘ডিসেম্বর বিপ্লবের’ হুমকি দিয়ে চলেছেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু সেই বিপ্লবে কী হবে, তা খোলসা করছেন না তাঁরা। শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদাররা যখন ‘বিপ্লবের’ হুমকি দিয়ে চলেছেন তখন ডিসেম্বর মাসে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু আসছেনই না, নবান্ন সভাঘরে বৈঠকও করবেন। আর ওই বৈঠকে হাজির থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দুজনে আলাদা করে একান্ত বৈঠকে বসবেন কিনা, তা জানা যায়নি।
বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিম-এই পাঁচ রাজ্য নিয়ে গঠিত পূর্বাঞ্চলীয় পরিষদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। ভাইস চেয়ারম্যান বাংলার মুখ্যমন্ত্রী। গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পরিষদের বৈঠক বসার কথা ছিল। বৈঠকের জন্য যাবতীয় প্রস্তুতিও নিয়েছিল রাজ্য সরকার। অতিথি আপ্যায়নে যাতে কোনও ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ মুহুর্তে বৈঠক বাতিল করা হয়। অমিত শাহ সময় বের করতে না পারায় ওই বৈঠক পিছিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সোমবার নবান্নে বার্তা পাঠিয়ে বলা হয়, ১৭ ডিসেম্বর পূর্বাঞ্চলীয় পরিষদের স্থগিত বৈঠক আয়োজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। বাংলা ছাড়াও বৈঠকে বাকি চার রাজ্যের মুখ্যমন্ত্রীর থাকার কথা।