শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাই নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিতর্ক এড়াতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সাথে নিয়ে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গাসহ অন্যান্যদের। কিন্তু তাতে বিতর্ক আটকানো যায়নি। স্বাভাবিকভাবেই সামনেই পঞ্চায়েত ভোট।
আর তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ কার্যত একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে বিজেপির নিচু তলার কর্মীদের মনে। ইতিমধ্যেই আবার সম্প্রতি দিব্যেন্দু অধিকারী শান্তিকুঞ্জে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রত্যেকটি বিষয় উল্লেখ করে এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের কাছে চিঠি পাঠালেন দলের বর্তমান রাজ্য কমিটির অন্যতম সদস্য রাজকমল পাঠক। তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যম পুরো বিষয়টিকে অতিরঞ্জিত করেছে। এদিন রাজকমল পাঠক বলেন, “বিরোধী দলনেতা সবসময়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। এটা নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। কিন্তু যে বিরোধী দলনেতা সর্বক্ষণ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, তাঁর কাজের নিন্দা করছেন… আমি বিশ্বাস করি না তিনি ষাষ্ঠাঙ্গে সেখানে গিয়ে প্রণাম করবেন। এই পাঁচ মিনিটের সাক্ষাতে কে কীভাবে প্রণাম করল, এটা মিডিয়াতে কীভাবে আসে? নিশ্চয়ই জোরহাত করে প্রণাম করার সংস্কার আছে, কিন্তু যাঁর বিরুদ্ধে আমাদের আন্দোলন, তাতে আমার মনে হয় না শুভেন্দু অধিকারী গিয়ে ষাষ্ঠাঙ্গে প্রণাম করেছেন।
