পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দিল্লি সফরের মুখে উঠে এল নাটকীয় মোড়। মুখ্যমন্ত্রীকে সাদর আমন্ত্রণ জানাল দিল্লির ঐতিহাসিক জামা মসজিদ। সোমবার দিল্লির জামা মসজিদ ইউনাইটেড ফোরামের সভাপতি ও শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারীর পুত্র ইয়াহিয়া বুখারী মুখ্যমন্ত্রীকে মসজিদ পরিদর্শনে আমন্ত্রণ জানানোর ইচ্ছাপ্রকাশ করেন। সোমবার এক বিশেষ সাক্ষাৎকারে ইয়াহিয়া বুখারী বলেন, ‘আমি খবর পেয়েছি বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে আসতে চলেছেন। এও শুনেছি যে তিনি অজমের শরীফে খাজা মইনুদ্দিন চিস্তির দরগা ও পুষ্করেও যাবেন। শুধু অজমেরেই কেন, আমরা চাই উনি সময় পেলে একবার জামা মসজিদেও আসুন।’এ প্রসঙ্গে ইয়াহিয়া আরও বলেন, ‘উনি (মমতা) বড় বোনের মতো। জামা মসজিদের সঙ্গে ওঁনার সম্পর্ক বহুদিনের। ২০০০ সালে রেলমন্ত্রী থাকাকালীন একবার উনি জামা মসজিদে এসেছিলেন। আমরা ওঁনাকে আমন্ত্রণ জানাতে চাই।’ তিনি জানান, ‘জানি তিনি যথেষ্ট ব্যস্ত মানুষ। তবু চাইব দিল্লি সফরের মধ্যে সময় পেলে অবশ্যই জামা মসজিদ ঘুরে যান মুখ্যমন্ত্রী। আমরা বাধিত হব।’ জামা মসজিদ ইউনাইটেড ফোরাম খুব শীঘ্রই এই সূত্রে মসজিদ কর্তৃপক্ষের তরফে একটি আমন্ত্রণপত্র ‘নবান্নে’ পাঠাতে চলেছে বলে জানিয়েছেন বুখারী।
