ঝাড়গ্রাম জেলায় আবারও মাওবাদী পোস্টার, এলাকায় তীব্র আতঙ্ক

খুব বেশিদিন হয়নি, ঝাড়গ্রামে সভা করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু মুখ্যমন্ত্রী সভা করে যাবার কয়েকদিনের মধ্যেই ঝাড়গ্রামে উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। আর তাই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রসঙ্গত জানা গিয়েছে, ঝাড়গ্রাম ব্লকের গজাশিমুল এলাকায় হঠাৎই সাদা কাগজের ওপর কালি দিয়ে লেখা পোস্টার দেখা যায়। কোন পোস্টারে লেখা থাকে, “আদিবাসী সমাজকে আজও অবহেলা করছে তৃণমূল নেতারা। জনসাধারণের প্রাপ্য অর্থ মেরে খাচ্ছে। দুর্নীতিগ্রস্ত নেতাদের মাথা চাই।” আবার কোন পোস্টারে লেখা রয়েছে, “যেসব নেতারা দেশের অর্থ মারি খাচ্ছে, তাদের লাশ রাস্তার মোড়ে পড়ে থাকবে।” খুব স্বাভাবিকভাবেই এই পোস্টারগুলি ব্যাপক আতংক ছড়িয়েছে এলাকায়।

বিগত ছয় মাস যাবত এ ধরনের একাধিক পোস্টার সামনে এসেছে। তবে ঝাড়গ্রামের পুলিশ সুপার জানিয়েছেন- এগুলি মাওবাদীদের কাজ নয়,বরং এলাকারই কিছু দুষ্কৃতির কার্যকলাপ। তিনি জানান, কিছুদিন আগেও এরকমই মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখা গিয়েছিল। কিন্তু তদন্ত করে বাস্তবে কোন মাওবাদী সংগঠনের অস্তিত্ব মেলেনি। তবে তাতে উত্তেজনা থামছে না। বরং মাওবাদী পোস্টার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ানোয় আগামীকাল ঝাড়গ্রাম জেলা জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে। আপাতত এই মাওবাদী পোস্টার কে বা কারা দিয়েছে তাই নিয়ে শুরু হয়েছে তদন্ত।