ইন্দোর 3ডিসেম্বর:ভারত জোড়ো যাত্রায় কর্মব্যস্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধি বিজেপি ও আরএসএসকে আক্রমণ করে এবার প্রশ্ন তুললেন বিজেপি ‘জয় শ্রীরাম’ বলে, কেন বলে না ‘জয় সিয়ারাম’ । রাহুলের গান্ধির ব্যাখ্যা, সঙ্ঘ পরিবার নারীর অস্তিত্ব, কৃতিত্বে বিশ্বাস করে না। তাই তারা সীতার নাম মুখে আনে না। জয় সিয়ারাম বলে না। বিজেপিও তাই জয় সিয়ারাম বলে না। বলে শুধু জয় শ্রীরাম। কারণ, বিজেপির জন্ম আরএসএসের গর্ভে। রামের বীরত্ব তুলে ধরাই তাদের একমাত্র লক্ষ্য, যা ভারতের ঐতিহ্য, সংস্কৃতির বিপরীত।
ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল এখন মধ্যপ্রদেশে আছেন। তিনি মধ্যপ্রদেশ ও রাজস্থান সীমান্ত লাগোয়া একটি মন্দিরে গিয়েছিলেন । সেখানকার মহন্তর সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়। রাহুল দাবি করেন, মহন্তই তাঁর কাছে জানতে চান, কেন বিজেপি শুধু জয় শ্রীরাম বলে, জয় সিয়ারাম বলে না কেন? শুধু জয় শ্রীরাম বলে বিজেপি সীতা মা’কে অসম্মান করছে। রামায়ণ সীতাকে বাদ দিয়ে রামকে তুলে ধরেনি। সীতাকে বাদ দিয়ে রামায়ণ অসম্পূর্ণ।
রাজনীতিতে বিজেপির জয় শ্রীরাম এবং জয় সিয়ারাম নিয়ে বিতর্ক নতুন নয়। উত্তর ভারতের মানুষ জয় সিয়ারাম এবং রামনাম সত্য হ্যায় বলে জপ করে থাকেন।
রাহুল গান্ধি এদিন আরও বলেন, “মহাত্মা গান্ধি বলতেন, ‘হে রাম’। এই কথার অর্থ আমাদের মধ্যেই রয়েছেন শ্রী রাম। আমাদের উচিত তাঁকে অনুসরণ করা।” রাহুল জানান, ‘দ্বিতীয় স্লোগান হল, জয় সিয়া রাম। অর্থাৎ সীতা এবং রাম একই। শ্রী রামের জীবনধারা, এবং তিনি যা করেছেন মা সীতার জন্য তা আমাদের অনুসরণ করা উচিত।’ তিনি আরও জানান, একজন পণ্ডিত তাঁকে এগুলো শিখিয়েছেন। তিনি ভারত ভ্রমন কালে অনেক কিছুই শিখেছেন বলেও দাবি করেন।
