পাটনা ও সিঙ্গাপুর ৫ ডিসেম্বর:পূর্বনির্ধারিত সূচী মেনেই হয়েছে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপন। এই অস্ত্রপচারের জন্য লালুপ্রসাদের সঙ্গেই ছিলেন তাঁর সমস্ত পরিবার। কিডনি দিয়েছেন লালুর দ্বিতীয় কন্যা রোহিণী আচার্য। অস্ত্রপচার ভালোভাবেই হয়েছে। কিডনি প্রতিস্থাপনের পর বাবা লালু কেমন রয়েছেন জানালেন পুত্র তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব
সিঙ্গাপুর থেকে তেজস্বী যাদব সোমবার একটি টুইটে বলেছেন, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালু প্রসাদ যাদবের সিঙ্গাপুরে একটি সফল কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়েছে এবং তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। টুইটে তিনি লিখেছেন, “বাবার কিডনি প্রতিস্থাপনের অপারেশন সফল হওয়ার পর তাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। দাতা বড় বোন রোহিণী আচার্য ও জাতীয় সভাপতি দুজনেই সুস্থ আছেন। আপনার প্রার্থনা এবং শুভ কামনার জন্য আপনাকে ধন্যবাদ।”
এদিন অস্ত্রোপচার হওয়ার আগে রোহিনী আচার্য তাঁর নিজের এবং বাবা লালু প্রসাদের একটি ছবি টুইট করেছিলেন। দুজনেই ছিলেন হাসপাতালের পোশাকে। রোহিনী লেখেন, “রেডি টু রক।” দীর্ঘদিন ধরেই লালুপ্রসাদ কিডনির সমস্য়ার ভুগছেন। মাসখানের আগে সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁকে কিডনি প্রতিস্থাপন করতে হবে। রোহিনী সিঙ্গাপুরেই থাকেন। তিনিই এগিয়ে আসেন বাবাকে কিডনি দিয়ে সহায়তা করতে।
এদিন অস্ত্রোপচার চলাকালীন এই বিষয়ে টুইট করে আপডেট দেন লালুপ্রসাদের বড় মেয়ে তথা রাজ্যসভার সাংসদ ডা. মিসা ভারতী। টুইট করে জানান, তাঁর বোনের ‘দাতার অস্ত্রোপচার’ সফল হয়েছে। তিনি আরও জানান, এই অস্ত্রোপচারের পর তাঁর বোন একেবারে সুস্থ রয়েছে।
