ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ, উত্তাল কলকাতা মেডিকেল, থমকে পরিষেবা

ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল কলকাতা (Kolkata) মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভের জেরে সোমবার থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে মেডিকেলে। মঙ্গলবারও অব্যাহত রয়েছে সেই আন্দোলন। আর তার জেরে রাতভর ঘেরাও কলেজের সুপার। এই পরিস্থিতিতে ঠিকমতো পরিষেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। এদিকে বিক্ষোভে নেমেছেন নার্সিং স্টাফরাও। সবমিলিয়ে, মেডিকেল চত্বরের পরিস্থিতি বেশ উত্তপ্ত। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তার অপেক্ষায় রয়েছেন রোগীর পরিবার-পরিজনরা।ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেওয়া নিয়ে গতকাল রাত থেকে অশান্তির সূত্রপাত। ২৬ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু, তা স্থগিত করে দেয় স্বাস্থ্যভবন। এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাংশ। ভোট করানোর দাবিতে অনড় তাঁরা। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানান, ৩০ ঘণ্টা হয়ে গেল। মোট ২৭ জন আটকে রয়েছেন। অনেকেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। পাশাপাশি তাঁর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের তরফে নির্দেশ আসার অপেক্ষায় রয়েছেন সকলে। নির্বাচন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে হোক তা-ই চান তাঁরা। অর্থ দপ্তরের তরফে কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে। তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়াও অন্য দপ্তরের কাছে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে পরিস্থিতির জেরে রীতিমতো হয়রানির শিকার রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন নার্সিং স্টাফরা তাঁদের বিভাগীয় প্রধানদের ছাড়িয়ে নিয়ে যেতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নার্সিং স্টাফদেরও কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মেডিকেল সূত্রে খবর, স্বাস্থ্যভবনের তরফে আধিকারিক এবং কলেজের অধ্যাপক চিকিৎসকরা বিক্ষোভকারীদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। কিন্তু, নিজেদের দাবিতে অনড় তাঁরা। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আশ্বাস না মেলা পর্যন্ত কাজে ফিরবেন না বলেও সাফ জানিয়েছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা।