বকেয়া টাকা নিয়ে সর্বদল বৈঠকে সরব তৃণমূল

সোমবার কেন্দ্রীয় সরকারের আহ্বানে ‘জি-২০ সুপ্রিমেসি’ বিষয়ক সর্বদলীয় বৈঠকে অংশ নিয়ে রাজ্য সরকার ও দলের তরফে সর্বপ্রকারের সহযোগীতার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই অবস্থানের ১৮০ ডিগ্রি ঘুরে সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক মুহূর্তে আয়োজিত কেন্দ্রের সর্বদল বৈঠকে কেন্দ্রীয় নীতি পঙ্গুতার বিরুদ্ধে পরোক্ষে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, দিনের পর দিন ধরে বলা সত্বেও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রাপ্য বিশাল অঙ্কের বকেয়া টাকা দিচ্ছে না, এর জেরে রাজ্যের উন্নয়ন ব্যহত হচ্ছে, সর্বদল বৈঠকে এমনই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের দুই বর্ষীয়ান সাংসদ, এমনই দাবি করা হয়েছে সংসদীয় সূত্রে৷ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পরিচালিত অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে প্রয়োজনে সর্বাত্মক আন্দোলনে নামতে পিছপা হবে না রাজ্যের শাসকদল, সর্বদল বৈঠকের পৌরহিত্যে থাকা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে রাজনাথ সিংকে সাফ জানান সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন, দাবি জানানো হয়েছে তৃণমূল সূত্রে৷ এর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রচেষ্টা যে তাঁরা মেনে নেবেন না, সেকথাও সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের দুই নেতা, দাবি সংসদীয় সূত্রের৷ সংসদের উভয় কক্ষে বিরোধীদের কন্ঠরোধ করার প্রচেষ্টা চলবে না, এদিনের বৈঠকে দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে৷ একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি, মেঘালয় সহ গোটা উত্তর পূর্বের যাবতীয় সমস্যার প্রতি বাড়তি দৃষ্টি দিতে হবে মোদী সরকারকে৷