মুখ্যমন্ত্রী উদ্বোধন করা বিরসা মুন্ডার মূর্তি গায়েব

মাত্র কয়েকদিন আগেই বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন তাঁর পূর্ণাবয়ব মূর্তি। কিন্তু হঠাৎই সেই মূর্তি গায়েব। কোথায় গেল সেই মূর্তি? তাই নিয়ে রীতিমতন হৈচৈ পড়ে যায়। গত ১৫ ই নভেম্বর বিরসা মুন্ডার ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের কুলডিহায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এই মূর্তির ভার্চুয়াল উদ্বোধন করেন। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে মূর্তি নিয়ে আসা হয়। জরুরী ভিত্তিতে কাঁকসা পঞ্চায়েত সমিতির পূর্ত বিভাগ থেকে মূর্তি বসানোর জন্য অস্থায়ী পরিকাঠামো তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই পরিকাঠামো মোটেই মূর্তি রাখার পক্ষে সুরক্ষিত নয় বলে দাবি করা হয়েছে। এবং বিরসা মুন্ডার মূর্তিটি পঞ্চায়েতের গুদাম ঘরে সরানো হয়েছে। এই প্রসঙ্গে কাঁকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায় জানিয়েছেন, মূর্তিটি রাখার জন্য স্থায়ী পরিকাঠামো করা হবে। আর তাই ওই মূর্তি পঞ্চায়েতে রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, এক মাসের মধ্যেই মূর্তিটি আবার স্বস্থানে ফিরে যাবার সম্ভাবনা আছে। এ প্রসঙ্গে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান, স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, সৌন্দর্যায়ন করা হচ্ছে। আর এরপরেই মূর্তি আবার স্বস্থানে বসানো হবে। মূর্তির স্থায়ী পরিকাঠামো কেমন হয়, তা দেখতেই এখন অপেক্ষা সবার।