বিশ্বের সমস্ত বড় বড় কোম্পানিগুলি ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। এর আগে আমরা দেখেছি এবং মেটার মতন সংস্থাকে ছাঁটাইয়ের পথে হাঁটতে। আর এবার অ্যামাজনের (Amazon) পালা। এবার জানা যাচ্ছে, সামনের কয়েকটি মাসে অ্যামাজন তার কোম্পানির অন্তত ২০ হাজার কর্মী ছাঁটাই করবে। এর মধ্যে উচ্চপদস্থ আধিকারিকরাও থাকছেন। প্রসঙ্গত, সারা বিশ্বজুড়ে অ্যামাজনের অন্তত ১.৬ মিলিয়ন কর্মচারী রয়েছে। কার্যত অ্যামাজনে বিভিন্ন স্তরে কর্মীরা কাজ করেন। এর আগে শোনা যাচ্ছিল অ্যামাজন ১০ হাজার কর্মী ছাটাই করবে। কিন্তু এবার জানা যাচ্ছে, ১০ হাজার নয়,২০,০০০ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অ্যামাজন আগামী কয়েক মাসের মধ্যে। এত বড় কর্মী ছাঁটাই কার্যত অ্যামাজনের ইতিহাসে এই প্রথম। অ্যামাজনের তরফ থেকে বলা হয়েছে, কর্মীদের কর্মক্ষমতার ওপর নির্ভর করেই এই ছাঁটাই হবে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, যেসব কর্পোরেট কর্মচারীদের বরখাস্ত করা হবে তাদের ২৪ ঘন্টা আগে নোটিশ জারি করা হবে। এবং কোম্পানির চুক্তি অনুযায়ী তাঁরা বেতন পাবেন। অ্যামাজনের এই ছাঁটাইয়ের খবর সামনে আসা মাত্রই উদ্বেগ আরও বেড়েছে কর্মীদের।
