গ্রামীণ পরিকাঠামোর উন্নতিতে নবান্ন নিল পদক্ষেপ

ডিজিটাল ডেস্ক : পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি। তবে অনুমান করা হচ্ছে, আগামী বছরে পঞ্চায়েত ভোট হবে। রাজ্যে অনুমানের ভিত্তিতেই এবার গ্রামীণ উন্নয়নের নিরিখে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। নবান্নের (nabanna) তরফ থেকে আর্থিক উন্নয়নের পরিকাঠামোর নিরিখে ১৩ টি দপ্তরের জন্য বরাদ্দ হয়েছে ৭১৪.৫০ কোটি টাকা। নবান্নের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, পঞ্চায়েতের কাজে যেন কোনরকম খামতি না থাকে। এই নির্দেশ পৌঁছে গিয়েছে প্রতিটি জেলায়। জানা গিয়েছে, নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস এই আর্থিক অনুমোদনের বিষয়টিতে সবুজ সংকেত দিয়েছেন। আর তারপরেই রীতিমতো অর্থ অনুমোদনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থ দপ্তরের বাজেট শাখা। প্রতিটি জেলায় প্রতিটি পঞ্চায়েতে দপ্তর গুলিকে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।