দিল্লি হাইকোর্টে পিছোল অনুব্রত মামলার শুনানি

আইনি জটিলতায় ফের পিছিয়ে গেল দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দায়ের করা মামলার শুনানি। জানা গিয়েছে, আগামী সোমবার বিচারপতি যশমিত সিং-এর বেঞ্চে শুনানি হতে পারে ওই মামলার।

গোরু পাচার সংক্রান্ত মামলাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে দুটি মামলা করেন দুই অভিযুক্ত সায়গল হোসেন ও বিনয় মিশ্র। মামলাটি হাইকোর্টের বিচারপতি যশমিত সিং-এর বেঞ্চে বিচারাধীন। এদিকে, সেই একই এফআইআর-এর অংশ অনুব্রত মণ্ডলের মামলাও। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানির এজলাসে। এদিন অনুব্রতর আইনজীবী সওয়াল করেন, একই মামলার অংশ কেন কেন আলাদা বেঞ্চে শুনানি? এরপরই বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানি অনুব্রতর দায়ের করা মামলাটি যশমিত সিং-র বেঞ্চে পাঠিয়ে দেন।