আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সংসদের অধিবেশন মানেই তীব্র বালানুবাদ, তর্ক বিতর্ক শাসক-বিরোধী শিবিরের। আর তাই আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সমস্ত দলের কাছে আবেদন জানালেন, যাতে সংসদে শান্তি বজায় রাখা হয়।
প্রসঙ্গত, সংসদে অধিবেশনের আগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিক বৈঠক করেন। বিভিন্ন সময় দেখা যায়, সংসদে তীব্র বাদানুবাদের জেরে অনেক সময় সংসদ অচল হয়ে পড়ে। এই পরিস্থিতি এড়ানোর কথাই বলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিক বৈঠকে। একই সাথে তিনি নতুন সাংসদদের কথাও চিন্তা করতে বলেন সমস্ত দলের নেতা ও সাংসদদের। পাশাপাশি, নতুন সাংসদরা যাতে সংসদে কথা বলার সুযোগ পান, বিতর্কে অংশগ্রহণ করার সুযোগ পান সেই আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সংসদের অধিবেশনে যাতে সদর্থক আলোচনা হয়। কারণ তাঁর মতে, অধিবেশন যদি স্থগিত হয় তাহলে সংসদের ক্ষতি হয়। আর এক্ষেত্রে সংসদ চালিয়ে নিয়ে যাবার দায়ভার তিনি চাপিয়েছেন বিরোধীদের কাঁধে। এ দিন সংসদের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০ সম্মেলনের সভাপতি করা নিয়েও বক্তব্য রাখেন তিনি বলেন, জি-২০ মঞ্চ শুধুমাত্র নিছক একটি কূটনৈতিক ইভেন্ট নয়। বরং দেশের শক্তি প্রদর্শনের একটি সুযোগ। প্রধানমন্ত্রীর আবেদন সংসদে কতটা রক্ষিত হয়, সেদিকে অবশ্যই নজর থাকবে বিশেষজ্ঞদের।
