তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি, চলল গুলি। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) ঘটনা। অভিযোগের তির দলেরই এক নেতার বিরুদ্ধে। ভাঙড়ের বাসিন্দা ফজলে করিম। তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে কমপক্ষে ১২ রাউন্ড গুলি চলে। চলে বোমাবাজিও। কোনওক্রমে প্রাণে বেঁচে যান ফজলে করিম। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল নেতার অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতা কাইজার। কিছুদিন আগে তিনি কাইজারের সঙ্গে এসএফআইয়ের যোগের প্রমাণ দিয়েছিলেন। সেই কারণেই কাইজারের লোকজন হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল নেতা। যদিও এই বিষয়ে কাইজারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, যে অভিযোগ উঠছে সেটা ঠিক কিনা, প্রথমে তা দেখতে হবে। যদি সত্যি হয়, সেক্ষেত্রে পুলিশ দলমত না দেখে পদক্ষেপ করবে।
