আগামীকাল শাহী দরবারে সুকান্ত, আপাতত বাতিল কলকাতার কর্মসূচি

আজ থেকে শুরু হয়েছে সংসদে শীতকালীন অধিবেশন। স্বাভাবিকভাবেই এই অধিবেশনে যোগ দিতে দিল্লি হাজির হয়েছেন বাংলার শাসক-বিরোধী উভয় সাংসদরা। বিজেপির তরফ থেকে বুধবার লোকসভা অধিবেশনে যোগ দিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । কথা ছিল, তিনি বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসবেন। কিন্তু তা হবার নয়। তার কারণ বুধবার আচমকাই সুকান্ত মজুমদারের কাছে নির্দেশ এসেছে, বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁকে দেখা করতে হবে। স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারের কলকাতায় ফেরার সিদ্ধান্ত আপাতত বাতিল বলেই ধরে নেওয়া হচ্ছে। কি কারণে এই সাক্ষাতপর্ব তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
তবে মনে করা হচ্ছে, সামনেই যেহেতু পঞ্চায়েত নির্বাচন আসছে রাজ্যে, তাই রাজ্য বিজেপির সাংগঠনিক তত্ত্বাবধানের খাতিরে এই বৈঠক। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যের সমগ্র পরিস্থিতি তুলে ধরতে পারেন সুকান্ত মজুমদার। সেক্ষেত্রে তিনি যেমন দুর্নীতি সংক্রান্ত বিষয়টি হাতিয়ার করে তুলতে পারেন, ঠিক সেরকমই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মুখ খুলতে পারেন। ইতিমধ্যেই অবশ্য বিজেপির তরফ থেকে ৬৩ পাতার একটি নথি তুলে দেওয়া হয়েছে রাজ্যপালের হাতে। এই সেই একই নথি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেও সুকান্ত মজুমদার তুলে দিতে পারেন। সব মিলিয়ে বলা যায়, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি শীর্ষ নেতা অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের এই সাক্ষাৎ নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর তাই
বলার অপেক্ষা থাকে না, এই বৈঠকের দিকে নজর অবশ্যই থাকবে বিশেষজ্ঞদের।