তারিখ হুঙ্কার নিয়ে শুভেন্দুকে ফের খোঁচা দিলীপের

নিজস্ব প্রতিবেদক: তারিখ হুঙ্কার নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধঁলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার মর্নিং ওয়াকে বেরিয়ে শুভেন্দু অধিকারীর তারিখ রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেন, ‘তারিখ পে তারিখ। আমার জানা নেই। যাঁরা বলছেন, তাঁরাই ভাল বলতে পারবেন। তাঁদের জিজ্ঞেস করুন। তারিখ নিয়ে আমি রাজনীতি করি না। আমি শুধু জানি ভোটের তারিখ হয়। তারিখ মিলিয়ে ভোট হয়। ’ শুধু ডিসেম্বর তত্ত্ব নিয়েই নয়, বুধবার আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে এক শিশু সহ তিন জনের মৃত্যু নিয়েও সতীর্থকে খোঁচা দিতে ছাড়েননি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তাঁর কথায়, ‘দান খয়রাতি মানবতার অপমান। গরিবদের সাহায্য করার আরও অনেক উপায় আছে। এই ঘটনাকে সমর্থন করি না। শুধু পুলিশের উপর ভরসা রাখা ঠিক নয়। আরও প্রস্তুতি দরকার ছিল। সতর্কতা নেওয়ার প্রয়োজন ছিল।’
গত ৯ ডিসেম্বর বিরোধী দলনেতা সাংবাদিকদের সামনে ডিসেম্বর তত্ত্ব হাজির করেছিলেন। ১২, ১৪ ও ২১ ডিসেম্বর বিশেষ নজর রাখার পরামর্শ দিয়ে বলেছিলেন, ’১২, ১৪ ও ২১-তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।’ শুভেন্দুর এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে যায়। ওই তিন কী ঘটার ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা তা নিয়ে বিজেপির অন্দরেও চর্চা শুরু হয়। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দিলীপ ঘোষ ওই তারিখ রাজনীতিকে খোঁচা দেন। ওই তিন দিন কিছু ঘটবে বলে তাঁর মনে হয় না বলেও নিজের মত প্রকাশ করেছিলেন।
সতীর্থের এমন মন্তব্য হজম করতে পারেননি শুভেন্দু। হাজরার সমাবেশ মঞ্চ থেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে দিলীপ ঘোষকে পাল্টা খোঁচা দিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘আমি গিমিকে পছন্দ করি না। আমি সকালে মর্নিং ওয়াকে গিয়েই মিডিয়াকে স্টেটমেন্ট দিই না। আমি যা বলি, ভেবে বলি। দায়িত্ব নিয়েই বলি।’ পরের দিনই শুভেন্দুকে পাল্টা খোঁচা দিয়ে দিলীপ বলেছিলেন, ‘সকালে উঠতে গেলে দম লাগে।’