অমিত শাহের প্রশ্ন চাপ বাড়িয়েছে বঙ্গ বিজেপির, বাড়ছে অস্বস্তি

সম্প্রতি রাজ্যে দুদিনের সফর সম্পন্ন করে দিল্লি ফিরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি শীর্ষ নেতা অমিত শাহ। এই দুদিনের সফরে এসে বঙ্গ বিজেপি শিবিরকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। আর সেখানেই অমিত শাহের (Amit Shah) একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হল বঙ্গ বিজেপি নেতাদের। প্রসঙ্গত জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন তোলেন, একসময় যে ভোট বিজেপির ঝুলিতে এসেছিল তা হঠাৎ করেই আবার বামেদের ঝুলিতে ফেরত যাচ্ছে কিভাবে? উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে রাজ্য রাজনীতিতে উঠে এসেছে। কিন্তু শূন্য হয়েও থেমে থাকে নি বামেরা। তাঁরা কিন্তু বাড়িয়েছে আন্দোলনের ঝাঁজ। যার ফলস্বরূপ সাম্প্রতিক কালের কয়েকটি নির্বাচনে বামেদের এগিয়ে যেতে দেখা যাচ্ছে। যেখানে বিজেপি ক্রমাগত পিছিয়ে পড়ছে। একই সাথে বামেরা যেমন নিচু তলায় অবলীলায় পৌঁছে যাচ্ছে বিজেপি কিন্তু নিচু তলায় সেভাবে পৌঁছতে পারছে না। পাশাপাশি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই। আর এই সব কিছু নিয়ে অমিত শাহ প্রশ্ন তোলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সামনে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রশ্নের সামনে অস্বস্তি বাড়ে রাজ্য বিজেপি নেতাদের। পাশাপাশি শোনা যাচ্ছে, আগামী মঙ্গলবার দিল্লিতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে চলেছেন অমিত শাহ। কার্যত সামনেই পঞ্চায়েত ভোট। ২১ এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পঞ্চায়েত ভোটকে যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। আর সেই কারণেই যে অমিত শাহের রাজ্য বিজেপি নেতাদের নিয়ে বৈঠক, তা বলাই বাহুল্য।