১৬ বছরের কিশোরীকে টানা ১৪ ঘণ্টা ধরে গণধর্ষণ করল ৮ যুবক! মহারাষ্ট্রের পালঘর (Palghar) জেলার ঘটনা। সমুদ্রের ধারে ফাঁকা বাংলোয় কিশোরীকে এক এক করে ধর্ষণ করার পর সৈকতে নিয়ে এসে ফের যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই কিশোরীর অভিযোগ, শুক্রবার রাত ৮টা থেকে তার ওপর মর্মান্তিক নির্যাতন শুরু হয়। গ্রামের একটি ফাঁকা বাংলোয় নিয়ে গিয়ে এক এক করে তাকে গণধর্ষণ করে ৮ যুবক। শনিবার সকাল ১০টা পর্যন্ত তার ওপর নৃশংস নির্যাতন চলে। এরপর অভিযুক্তরা কিশোরীকে নিয়ে সমুদ্রের ধারে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। সেখানে ঝোপের মধ্যে ফের কিশোরীকে যৌন হেনস্তা করে তারা। পরে তাকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। কিশোরীর অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
