দুর্নীতির অভিযোগে সবার আগে তৃণমূলের নাম, কী বলছেন শোভনদেব

বিগত কয়েকদিনে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তৃণমূলের নাম সামনে এসেছে। এমনকি তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা এই মুহূর্তে জেলবন্দি। কিন্তু এবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে সহজ স্বীকারোক্তি দিলেন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chattopadhyay)।
প্রসঙ্গত, শনিবার উত্তর ২৪ পরগনার সোদপুরের একটি কম্বল বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি পরিষ্কার বললেন, “যে দল বলবে তার দলে চোর নেই, তাঁদের পার্টি অফিসে আমি ঝাঁট দেবো।” একই সঙ্গে এই অনুষ্ঠানে প্রাক্তন শিল্পমন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও তাঁকে নিয়ে মন্তব্য করেন শোভনদেব।স্পষ্ট ভাষায় শোভনদেব চট্টোপাধ্যায় জানান, “পার্থ অন্যায় করেছেন। তার শাস্তি তিনি পাবেন। এখানে দল তাঁর পাশে দাঁড়াবে না।” তবে পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির ঘটনায় জড়িত থাকার প্রসঙ্গ উঠলে শোভনদেব জানান, তিনি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। পাশাপাশি তিনি দুর্নীতি ইস্যুতে গেরুয়া শিবিরের প্রসঙ্গ তোলেন। বিজেপি আমলের দুর্নীতির কথা বলতে গিয়ে তিনি মেহুল চোক্সির কথা বলেন। প্রশ্ন তোলেন, কীভাবে দুর্নীতি করে সে দেশ থেকে বেরিয়ে গেল? এক্ষেত্রে শোভন দেব চট্টোপাধ্যায়ের অভিযোগের আঙুল যে কেন্দ্রীয় বিজেপি সরকারের দিকে, তা বলাইবাহুল্য।