কেন্দ্রীয় প্রকল্পগুলির কী অবস্থা? খোঁজ নিতে রাজ্যে স্মৃতি ইরানি

রবিবার দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। প্রসঙ্গত, সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলি কিভাবে রূপায়িত হচ্ছে, তা খতিয়ে দেখতে এসেছেন তিনি। প্রসঙ্গত, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি দুদিনের সফরে এসেছেন পূর্ব মেদিনীপুর। সেখানে রবিবার দুপুরে তপশিলি জাতি, উপজাতি পরিবারে তিনি মধ্যাহ্নভোজন সারলেন। স্মৃতি ইরানির দুপুরের খাবার মেনুতে ছিল আমিষ-নিরামিষের নানা পদ। স্মৃতি ইরানি মধ্যাহ্নভোজন সেরে সেখানকার বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা চালান। তিনি জানতে চান, কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা সবাই পাচ্ছে কিনা। গতকাল পূর্ব মেদিনীপুরে পৌঁছানোর পর থেকেই স্মৃতি ইরানি একের পর এক কর্মসূচিতে সামিল হয়েছেন।
স্মৃতি ইরানির আগমন প্রসঙ্গে বিজেপির কাঁথি সংগঠনিক জেলা সভাপতি সুদাম পন্ডিত জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় স্তরে আমাদের একটা কর্মসূচি চলছে। যেসব এলাকায় বিজেপি কখনও জেতেনি, সেসব জায়গায় কেন্দ্রীয় মন্ত্রীরা গিয়ে থাকবেন৷ সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই স্মৃতি ইরানি পূর্ব মেদিনীপুরে এসেছেন৷ হাতে সময় কম থাকায় কোনও প্রত্যন্ত গ্রামে এই কর্মসূচি করা যায়নি৷ ১৮ নম্বর ওয়ার্ডে ব্যবস্থা করা হয়েছে৷ যেহেতু সেখানে বেশি সংখ্যক পিছিয়ে পড়া মানুষজনের বাস৷ সেখানেই মধ্যাহ্নভোজ সারেন স্মৃতি ইরানি৷” পঞ্চায়েত ভোটের আগে স্মৃতির ইরানির এই রাজ্যে আগমন যে যথেষ্ট উল্লেখযোগ্য, সে কথা নিঃসন্দেহে বলা যায়।