নয়াদিল্লি, ৪ জানুয়ারি :শারীরিক অসুস্থতার কারণে ফের হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী । সূত্রের খবর, শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে কিছু শারীরিক জটিলতায় ভুগছেন সোনিয়া। গতকাল থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। ফলে বুধবার দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হলেন তিনি। অন্যদিকে গতকালই উত্তর প্রদেশে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সেই যাত্রায় উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বদ্রার এই যাত্রায় অংশ নেওয়ার কথা থাকলেও মায়ের শারীরিক অসুস্থতার কারণে তিনি দিল্লিতেই থেকে গিয়েছেন। মায়ের সঙ্গে হাসপাতালে গিয়েছেন প্রিয়ঙ্কা। উল্লেখ্য যে, সোনিয়া গান্ধীকে এর আগে গতবছর ১২ জুন দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। ১৮ জুন তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ কংগ্রেস নেত্রী এরপর অগস্ট মাসেও ফের একবার কোভিড আক্রান্ত হন । সেই সময় প্রথমে বিচ্ছিন্নবাসে থাকার পরে তাঁকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হতে হয়।
এক সপ্তাহের বেশি হাসপাতালে থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে মাঝে মাঝেই নিয়মমাফিক পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালের দ্বারস্থ হয়ে থাকেন। কোভিড আক্রান্ত হওয়ার কারণে সেই সময় ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র দফতরে হাজিরাও পিছিয়ে যায়। আর এবার ফের হাসপাতালে নিয়মমাফিক পরীক্ষা করাতে গেলেন কংগ্রেস নেত্রী।যদিও এটি নিতান্তই রুটিন চেক আপ বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কংগ্রেস নেত্রীর বয়সের কথা মাথায় রেখে বিশেষ নজর রাখছেন চিকিৎসকরা। তবে তাঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি।
