বিবেকানন্দের বাড়ি গিয়ে রাজনীতির ছোঁয়াচ এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে উত্তর কলকাতার শিমলাস্ট্রিতে এসে তাকে শ্রদ্ধার্ধ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজনীতির ছোঁয়াচ এড়ালেন তিনি। প্রসঙ্গত এদিন রাজ্যজুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিনের যুব দিবস পালিত হচ্ছে। এই স্বামীজীর বাড়িতে এসেই বিভিন্ন রাজনৈতিক দরজায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকালেই তিনি এখানে দাঁড়িয়েই মন্তব্য করেছিলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেছিলেন রাজ্যের শিক্ষার হাল দেখে স্বামীজি বাংলা থেকে প্রস্থান করতেন। তিনি অন্য কোন রাজ্য বা দেশে গিয়ে আশ্রয় নিতেন বলেছিলেন শুভেন্দু। একইসঙ্গে তার কটাক্ষ ছিল, রাজ্যের পুরো শিক্ষা দপ্তরটাই এই মুহূর্তে জেলে। পাশাপাশি, রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, বিবেকানন্দের ছবি যেখানে আকারে খুবই ছোট, সেখানে পেল্লায় হোর্ডিং ‘কার্বাইড দিয়ে পাকানো’ এক নেতার।মনে করা হয়েছিল বিকেলে সিমলা স্ট্রিটে এসে এর জবাব দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু তিনি তো জবাব দিলেন না। উল্টে একথাই বলে গেলেন স্বামীজীর জন্মভিটাতে দাঁড়িয়ে রাজনীতি করা সঠিক কাজ হবে না।
প্রসঙ্গত ঘড়ির কাটায় ঠিক তিনটের সময় এদিন তিনি উত্তর কলকাতায় স্বামীজীর বাড়িতে আসেন। দিনভর সেখানে উৎসবের মেজাজ আজ। সেখানে পৌঁছেই তিনি বাড়ির সামনে থাকা বিবেকানন্দের মূর্তিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান একইসঙ্গে বাড়ির ভিতরে গিয়ে বিবেকানন্দের ঘরে তার ছবিতেও মাল্যদান করেন তিনি। মিনিট কুড়ি তিনি এদিন শিমলা স্ট্রিটে ছিলেন। তার সঙ্গে ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শশী পাঁজা। ছিলেন বরানগরের বিধায়ক তাপস রায়, যুব নেতা সৌম্য বক্সী, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রমূখ।
এদিন বিবেকানন্দের বাড়ি থেকে বেরোনোর পথেই তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। তিনি সঙ্গে থাকা মহারাজদের উদ্দেশ্যে বলেন এখানে রাজনীতির কথা বলা ঠিক হবে না! তাকে সমর্থন জানান মহারাজেরা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি রাজনীতি করতে এখানে আসেননি। আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস। ভারতবর্ষের যুবসমাজের অগ্রদূত, বীর সন্ন্যাসী এবং চিরতারুণ্যের প্রতীক। দেশের বিভিন্ন প্রান্তে আজ জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে। স্বামীজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বামীজীর একজন ভক্ত হিসেবে তার দেখানো পথে চলছি। রাজনীতির ময়দানে রাজনীতির কথা হবে। তবে আজকে রাজনীতির কথা আমি বলব না।
প্রসঙ্গত এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর করা কটাক্ষের কোনো জবাব না দিলেও জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। ছোট্ট প্রতিক্রিয়ায় বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, ‘ওদের চৈতন্য হোক’।