বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী গঙ্গাবিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, সফরের মোট খরচ ২০ লক্ষ টাকা

লখনউ, ১৩ জানুয়ারি: নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী থেকে বিশ্বের দীর্ঘতম ক্রুজ এম ভি গঙ্গাবিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ২৭টি নদী পার হয়ে ৫২টি পর্যটনস্থলে ঘুরবে এই প্রমোদতরী। বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত এই ক্রুজ ছুঁয়ে যাবে কলকাতাকেও। বাংলাদেশেরও বেশ কয়েকটি অঞ্চল এই ক্রুজের আওতায় পড়বে। শুক্রবার এই ক্রুজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সংজ্ঞা শুধু কথায় বলে প্রকাশ করা যায় না, তাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ভারত সবার জন্য সেই দরজা খুলে দিয়েছে। এই ক্রুজের মাধ্যমে দেশের জলপথে পরিবহনের নয়া দিগন্তের সূচনা হল।

এদিন ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী এই অনুষ্ঠানে এসে জানিয়েছেন, রাজ্যের স্থানীয় প্রথা মেনে ক্রুজের অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি, বিহারের ঐতিহাসিক স্থানগুলি ঘুরিয়ে দেখানো হবে। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, নয়া ক্রুজের হাত ধরেই কাশীর নতুন পরিচয় প্রকাশিত হবে। এই অঞ্চলের সংস্কৃতির সঙ্গে মিশে যাবেন ক্রুজের যাত্রীরা।
বারাণসী থেকে যাত্রা শুরু করে এই ক্রুজ বাংলাদেশ হয়ে ৫১ দিনে পৌঁছবে ডিব্রুগড়। ৩২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে এই প্রমোদতরী। গঙ্গা, ব্রহ্মপুত্র দিয়ে গিয়ে যাবে এই ক্রুজ। মোট রুটের প্রায় ১,১০০ কিলোমিটার যাবে বাংলাদেশের মধ্যে দিয়ে। বারণসী থেকে আসা এই ক্রুজ ফরাক্কা, মুর্শিদাবাদ হয়ে কালনা, নামখানা, সজনেখালি পার করে বাংলাদেশে প্রবেশ করবে। সেখানে মরেলগঞ্জ, মেঘনা ঘাট, সোনারগাঁও দিয়ে উত্তরমুখী হয়ে হয়ে চিলমারি পার করে ফের ভারতে প্রবেশ করবে। ধুবরি, পেরি অসমের গুয়াহাটি যাবে এই ক্রুজ। এরপর উত্তর-পূর্ব দিকে শিলঘাট, বিশ্বনাথ হয়ে ডিব্রুগড়ে যাত্রা শেষ করবে।
সফরের মোট খরচ ২০ লক্ষ টাকা। অর্থাৎ একদিনের খরচ পড়ছে প্রায় ৫০ হাজার টাকা। এদিন এই বিলাসবহুল রিভারক্রুজের প্রথম সফরে যাত্রী হলেন সুইৎজারল্যান্ড থেকে আসা ৩২ জন। বারাণসীর বিমানবন্দরে যাত্রীদের তাঁদের কপালে টিকা পরিয়ে, সানাই বাজিয়ে স্বাগত জানানো হয়।
ক্রুজ ডিরেক্টর জানিয়েছেন, এই প্রমোদতরীতে রয়েছে ১৮টি স্যুইট, সেখানে থাকতে পারবেন ৩৬ জন পর্যটক। ক্রুজে থাকতে পারেন ৪০ জন ক্রু। খাওয়ার ব্যবস্থা ছাড়াও রয়েছে স্পা, স্যালন, জিম ছাড়াও একাধিক সুব্যবস্থা।