তৃণমূলের সাকেত গোখলের জামিনের আবেদন খারিজ করল আমেদাবাদ আদালত

আহমদাবাদ ১৩ জানুয়ারি :আহমদাবাদের দায়রা আদালত সংগৃহীত অর্থের অপব্যবহারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলেকে জামিন দিতে অস্বীকার করেছে।
এক আদেশে অতিরিক্ত দায়রা বিচারক এ বি ভোজক উল্লেখ করেছেন, গোখলের বিরুদ্ধে একটি মামলা” রয়েছে এবং একজন রাজনৈতিক কর্মী হওয়ায় এই পর্যায়ে জামিনে মুক্তি পেলে তিনি “প্রমাণে বাধা দিতে এবং কারচুপি” করতে পারেন।
এর আগে, ৫ জানুয়ারি পুলিশি রিমান্ড শেষে তাকে জামিন দিতে অস্বীকার করেন ম্যাজিস্ট্রেট আদালত।
উল্লেখ্য, বর্ষ শেষের রাতে দিল্লির বঙ্গভবন থেকে ‘বেআইনি আর্থিক তছরুপের’ অভিযোগে সাকেত গোখলেকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশের সাইবার সেল। এক মাসের মধ্যে এনিয়ে তিনবার গ্রেপ্তার করা হয় তৃণমূল মুখপাত্রকে। এর আগে মোরবি সেতু দুর্ঘটনা নিয়ে সাকেতের টুইট নিয়েই দু দুবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে লাগাতার জেলবন্দিই রয়েছেন সাকেত।
এদিকে গত সপ্তাহে আমেদাবাদ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানির দিন বিভিন্ন কারণে টানা দু-দিন পিছনোর পর অবশেষে সাকেতের জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়।