পাঞ্জাব,১৪ জানুয়ারি :ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরি। বয়স হয়েছিল ৭৬। জানা গেছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জলন্ধরের কংগ্রেস সাংসদের। শনিবার সকালে পাঞ্জাবের ফিল্লৌরে রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদ্রোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে সাংসদকে নিয়ে যাওয়া হয় ফাগওয়ারার ভির্ক হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই দুঃসংবাদ পেয়ে দ্রুত যাত্রা থেকে বিরতি নিয়ে হাসপাতালে যান রাহুল গান্ধী। এদিনের মতো যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, কংগ্রেস সাংসদের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। টুইটারে তিনি লিখেছেন, ‘জলন্ধরের কংগ্রেস সাংসদের আকস্মিক প্রয়াণে শোকাহত। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’ শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধীও। উল্লেখ্য যে, গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। চলতি বছরের ৩০ জানুয়ারি কংগ্রেসের এই কর্মসূচি শেষ হবে জম্মু–কাশ্মীরের শ্রীনগরে। নানা রাজ্য ঘুরে এখন পাঞ্জাবে প্রবেশ করেছে যাত্রা। যাত্রাকে নিয়ে কংগ্রেস উচ্চাকাঙ্ক্ষী। জনসংযোগ বাড়িয়ে হৃত জনসমর্থন পুনরুদ্ধারে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে কংগ্রেস। সুদীর্ঘ পথ ধরে মিছিলে হাঁটছেন রাহুল গান্ধী ও অগণিত কংগ্রেস সমর্থক। নানা জায়গায় সেই যাত্রায় যোগ দিয়েছেন একাধিক সেলিব্রিটি। ফলে কিছুটা হলেও জৌলুস বেড়েছে ভারত জোড়ো যাত্রার।
