দার্জিলিং পুরসভায় নয়া চেয়ারম্যান ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দীপেন ঠাকুরি

দার্জিলিং পুরসভার নতুন চেয়ারম্যান হলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দীপেন ঠাকুরি। উল্লেখ্য হামরো পার্টির হয়ে পুরসভা নির্বাচনে লড়ে জয়ী হন দীপেন ঠাকুরি। তারপরই দলবদল করে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। এদিন চেয়ারম্যান নির্বাচনের বৈঠকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল কংগ্রেস মিলিয়ে ষোলো জন উপস্থিত ছিল। বিরোধী হামরো পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চার কোনও কাউন্সিলরই উপস্থিত হননি। ফলে বিনা বাধায় চেয়ারম্যান নির্বাচিত হন দীপেন ঠাকুরি।উল্লেখ্য নির্বাচনে জিতে দার্জিলিং পুরসভায় বোর্ড গঠন করেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। চেয়ারম্যান হয়েছিলেন রীতেশ পোর্টেল। পরে হামরো পার্টি ছেড়ে ৬ কাউন্সিলর অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা হারায় হামরো পার্টি। এরপর থেকে চেয়ারম্যান পদ ফাঁকাই ছিল। এদিন বৈঠক করে নয়া চেয়ারম্যানকে বেছে নেওয়া হয়। গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং জানিয়েছেন, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনও গুরুত্ব নেই, সেই বৈঠকে থাকার কোনও অর্থ হয় না। অজয় এডওয়ার্ড জানিয়েছেন, নতুন বোর্ডকে দার্জিলিংয়ের উন্নয়নের জন্য কাজ করতে হবে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে নয়া বোর্ড ব্যবস্থা না নিলে তাঁরা আদালতের শরণাপন্ন হবেন বলেও জানিয়েছে্ন তিনি। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপাও জানিয়েছেন, নয়া বোর্ড দার্জিলিংয়ের পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে।