নেপাল ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার নেপালের পোখরা বিমানবন্দরে অবতরণের সময় ইয়েতি এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকারীরা ৬৮টি মৃতদেহ উদ্ধার করেছেন। বাকি চারজনের খোঁজে অভিযান শুরু হয়েছে। মৃত বিদেশি যাত্রীদের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুজন দক্ষিণ কোরিয়ার এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্সের একজন করে। নেপালের সংবাদ মাধ্যম সূত্রের খবর, সোমবার সকালে দুর্ঘটনাস্থল থেকে বিমানের দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ইয়েতি এয়ারলাইন্সের এক মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, “ব্ল্যাক বক্সগুলি নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।” ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখার পরই দুর্ঘটনার কারণ জানা যাবে। গত ৩ দশকের মধ্যে এটা নেপালে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
