ফের দলিত যুবককে পিটিয়ে হত্যা যোগীরাজ্যে

ফের এক দলিত যুবককে পিটিয়ে মারা হল যোগী রাজ্যে। ঘটনাটি উত্তরপ্রদেশের দেওরিয়ায় ঘটেছে। উল্লেখ্য যে, গত ১৩ জানুয়ারি বাইক নিয়ে যাওয়ার সময় এক বয়স্ক ব্যক্তিকে ধাক্কা দেন ওই দলিত যুবক। বাইকের আঘাতে বৃদ্ধের পা ভেঙে যায়। এরপর স্থানীয়রা তাড়া করেন দলিত যুবককে কিন্তু দলিত যুবক দ্রুত বাইক চালিয়ে বেরিয়ে যান। তবে উত্তেজিত জনতা তাঁর পিছু ছাড়েনি এবং ওই যুবকের বাড়ির সামনেই যুবককে লাঠি, ইট দিয়ে মারধর করা হয়। একসময় জ্ঞান হারান ওই যুবক। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গোরক্ষপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু ১৬ জানুয়ারি হাসপাতালেই মৃত্যু হয় যুবকের। এদিকে গণপিটুনির ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে গুজেশ্বর যাদব, রামহংস যাদব, শৈলেশ যাদব, শ্রীরাম যাদব, রামপ্রবেশ যাদব এবং রাজু যাদবের নাম। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার পাশাপাশি ৩০৭ ধারা এবং তফসিলি জাতি/উপজাতি আইনেও মামলা রুজু হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।