ছয়দিনের সফরে আজ রাতে কলকাতায় মোহন ভাগবত

নিজস্ব প্রতিবেদক: ছয়দিনের বিশেষ সফরে আজ বুধবার রাতে শহরে পা রাখছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তবে আগামিকাল বৃহস্পতিবার থেকেই মূলত তাঁর কর্মসূচি শুরু হবে। সাংগঠনিক বৈঠকের পাশাপাশির উত্তর-পূর্ব ভারতের বাছাই করা বিশিষ্টজনদের সঙ্গ্বেও বৈঠক করবেন তিনি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি শহিদ মিনারে প্রকাশ্য সমাবেশে ভাষণ দেবেন। সঙ্ঘ প্রধান ওই ভাষণে কী বার্তা দেন, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। যদিও বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর আলাদা কোনও বৈঠকের কর্মসূচি নেই।
জেড প্লাস ক্যাটগরির নিরাপত্তা পাওয়া মোহন ভাগবতের সফর উপলক্ষে মানিকতলায় সঙ্ঘের রাজ্য সদর দফতরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মাছি গলার জো নেই। সূত্রের খবর, আগামিকাল থেকে কেশব ভবনেই রাজ্যে সঙ্গের বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন সঙ্ঘ প্রধান। সংগঠন কতটা বাড়ল, কোথায়-কোথায় ঘাটতি রয়েছে তার খতিয়ান নেবেন। দলের নিচুতলার সমর্থক-প্রচারকদের সাহস বাড়াতে চলতি সফরে মধ্যবঙ্গের বেশ কয়েকটি জেলায়ও যাওয়ার কথা রয়েছে তাঁর। ২০২৫ সালে যেহেতু সংগঠনের ১০০ বছর পূর্ণ হচ্ছে তাই রাজ্যের ৫০ শতাংশ বুথেও যাতে সঙ্ঘের একনিষ্ঠ সমর্থক কিংবা কর্মী তৈরি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হচ্ছে তারও খোঁজ খবর নেবেন।
২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে এলগিন রোডে সুভাষের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে সঙ্ঘ প্রধানের। সেখানে দেশের বীর সন্তানকে শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে প্রকাশ্য সভায় যোগ দেবেন। দীর্ঘ ছয় বছর বাদে শহরে প্রকাশ্য সমাবেশ করবেন ভাগবত। ২০১৭ সালের ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন শেষ বার ব্রিগেডে সভা করেছিলেন তিনি। ওই সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো।

ভাগবতের সঙ্গে বিশিষ্টদের যে বৈঠক রয়েছে তাতে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি ঘনিষ্ঠ দুই শিল্পী রাশিদ খান ও র তেজেন্দ্রনারায়ণ মজুমদারকে।