পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) পেয়েছিলেন অতিরিক্ত নিরাপত্তা পাক পঞ্জাব প্রদেশে। কিন্তু সেই নিরাপত্তা এবার প্রত্যাহার করে নেওয়া হল। আর তাতেই ক্ষুব্ধ ইমরান খানের সমর্থকরা। প্রসঙ্গত, গত নভেম্বরে ইমরান খানের ওপর হামলা হয়। এরপর থেকে ইমরান খানকে পাক পঞ্জাব প্রদেশ সরকারের সিদ্ধান্তে দেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা। কিন্তু এবার তুলে নেওয়া হচ্ছে সেই নিরাপত্তা। আর তারই প্রতিবাদে লাহোর রাজপথে দেখা গেল ইমরান খানের হাজার হাজার সমর্থকদের। তারা পিটিআই প্রধানের বাড়ির সামনে ভিড় করেন এবং দাবি জানাতে থাকেন, তাঁদের নেতাকে নিরাপত্তা তাঁরাই দেবেন। সরকারি নিরাপত্তার কোন প্রয়োজন নেই।
কার্যত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা তুলে নেওয়া প্রসঙ্গে পঞ্জাব প্রদেশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী মহসিন নকভির নেতৃত্বাধীন পঞ্জাব সরকার ইমরানকে দেওয়া অতিরিক্ত নিরাপত্তা মঙ্গলবার রাত থেকে প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে ইমরান ঘনিষ্ঠ চৌধুরী পারভেজ ইলাহিরও নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।’’ তবে ইমরান খানের নিরাপত্তা তুলে নেওয়া নিয়ে নতুন কোন অশান্তি তৈরি হয় কিনা সেদিকে কড়া নজর রাখছে সে দেশের প্রশাসন। পাশাপাশি পুরো বিষয়টির ওপর নজর থাকছে আন্তর্জাতিক মহলের।
