আর্থিক মন্দার মুখে গুগল, একাধিক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত

অর্থনৈতিক মন্দার মুখে গুগল (Google), মাইক্রোসফটের মত নামিদামি তথ্যপ্রযুক্তি সংস্থা। ফলে সংস্থার বৃদ্ধি বাড়াতে কর্মী ছাঁটাই এর পথে হাঁটলো সংস্থাগুলি। জানা যাচ্ছে চলতি বছরের প্রথম মাসেই ১০ হাজার কর্মী ছাটাই করেছে মাইক্রোসফট সংস্থা। অন্যদিকে মাইক্রোসফটকে ছাপিয়ে চলতি বছরের শুরুতেই ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগল। আর এই কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম পড়ল সদ্য সন্তান জন্ম দেওয়া এক দম্পতি। জানা যাচ্ছে, এক দম্পতি দীর্ঘদিন ধরে কাজ করছিলেন গুগলে। বিগত বছরের শেষে একটি সন্তান হয় দম্পতির। যার কারণে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন ওই মহিলা। এবং ছুটির পরিকল্পনা করছিলেন তাঁর স্বামীও। তারই মাঝে কোন নোটিশ ছাড়াই একই সঙ্গে ওই দম্পতিকে ছাটাই করার নোটিশ পাঠানো হয়েছে ইমেইল মারফত। ফলে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েছে ওই দম্পতি। জানা যাচ্ছে বিগত ছয় বছর ধরে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ওই মহিলা এবং বিগত দু’বছর ধরে ওই সংস্থার যুক্ত ছিলেন তাঁর স্বামী।