নিজস্ব প্রতিবেদক: পঞ্চায়েত ভোটের আগে ছন্নছাড়া বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকদের রাজনৈতিক অক্সিজেন জোগাতে আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সফরে এসে হুগলির আরামবাগ ও বীরভূমের সিউড়িতে দুটি সভা করবেন তিনি। পাশাপাশি বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের নিয়েও আলাদা করে বৈঠক করার কথা তাঁর। ইতিমধ্যেই দুই সভার জন্য অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছে দুই জেলার বিজেপি নেতৃত্ব।
গত জানুয়ারিতে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যদিও শেষ মুহুর্তে ওই সফর বাতিল করেন অমিত শাহ। শেষ মুহুর্তে সফর বাতিল হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। গত ১৯ জানুয়ারি যদিও দলের সভাপতি জেপি নাড্ডা নদিয়ার বেথুয়াডহরিতে সভা করার পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করেছেন। কিন্তু নাড্ডার ভোকাল টনিক বঙ্গ বিজেপি নেতৃত্বকে তেমনভাবে উজ্জীবিত করতে পারেনি। পঞ্চায়েত ভোটের আগে অমিত শাহের মতো দেশের দ্বিতীয় শক্তিধর নেতাকে রাজ্যে এনে শাসকদলের উপরে বাড়তি চাপ তৈরি করতে চাইছেন সুকান্ত মজুমদাররা।
