বিবিসি তৈরি করেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপর তৈরি তথ্যচিত্র, ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’। কিন্তু এই তথ্যচিত্র প্রকাশ হবার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। কেন্দ্রের তরফ থেকে এই তথ্যচিত্র নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। এমনকি এই তথ্যচিত্র প্রচারের ক্ষেত্রে নির্দেশিকাও জারি করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই তথ্যচিত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখানো চলছে। এবার শোনা যাচ্ছে শুক্রবার, বিকেল পাঁচটা নাগাদ দিল্লি বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানো হবে। ইতিমধ্যেই দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই তথ্যচিত্র দেখানোর জন্য অনুমতি চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য যেকোনোভাবে এই তথ্যচিত্র প্রদর্শন বন্ধ করতে চাইছে বলে খবর। আর তাই নিয়ে পড়ুয়া এবং কর্তৃপক্ষের মধ্যে চলছে ব্যাপক চাপানউতোর। অন্যদিকে জানা গিয়েছে, ২৭শে জানুয়ারি বিকেল চারটে নাগাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকেও এই তথ্যচিত্র প্রদর্শন করা হবে। যে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কার্যত এই বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনী নিয়ে নতুন করে অশান্তি বাঁধতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।
