বগটুই কাণ্ডে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মিড ডে মিলের টাকায়, দাবি বিজেপির

বগটুই কাণ্ডে ( Bugtui incident) নিহতদের পরিবার গুলোকে ক্ষতিপূরণ দেওয়া হল মিড ডে মিলের টাকায়। এমনই অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। নিহতদের পরিবারগুলিকে দেওয়া চেকের ছবি পোস্ট করে এই ঘটনাটি সামনে এনেছেন বীরভূম বিজেপির সভাপতি ধ্রুব সাহা। শিশুদের খাবারের জন্য কেন্দ্রের পাঠানো টাকা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ব্যবহার করছে বলে ইতিমধ্যেই তোপ দাগতে শুরু করেছে বিজেপি সিপিএম কংগ্রেস। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে বিরোধীরা। বগটুই কাণ্ডে নিহতদের পরিবার গুলিকে দেওয়া চেকের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি দাবি করেন নিহতদের পরিবারকে ছাত্রদের খাবারের জন্য কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ফেসবুকে সরকারের দেওয়া চেকের একাধিক ছবি ও প্রাপকদের ব্যাঙ্কের পাশবইয়ের ছবি পোস্ট করে ধ্রুব বাবু লিখেছেন, ‘পার কাঁদিতে হতদরিদ্র জনজাতি মানুষ গুলো মারা যাওয়ার পরে সাহায্য করছিল বলে কেন্দ্র সরকারের স্কিমেরমিড ডে মিলের টাকা দিয়েছিল। আবার সামনে এলো বগটুই এর ঘটনায় যে সমস্ত মানুষগুলোকে আর্থিক সহায়তা করা হয়েছিল সেই টাকাও কেন্দ্রীয় স্কিম মিড ডে মিল থেকে টাকা দেওয়া হয়েছে। এই ঘটনার সত্য অসত্য বিচার করে তদন্তের দাবি জানাই।’পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বগটুইয়ে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কেন্দ্রের পাঠানো মিড ডে মিলের টাকা থেকে। আমার কাছে যে চেকের ছবি এসেছে তাতে তা প্রমাণিত। এই ঘটনার তদন্ত দাবি করছি। আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব। এরা এক খাতের টাকা অন্য খাতে খরচ করছে। মিড ডে মিলের টাকা, বাচ্চা শিশুদের খাবারের টাকা। এই টাকা নিয়ে ওদের রাজনীতি করার অধিকার কে দিয়েছে’? যদিও বিষয়টি মানতে নারাজ বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। সংগঠনের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘বগটুই কাণ্ডের ১ বছর হতে চলল। এতদিন পরে ওদের কেন মনে হল? ওরা কি আর কোনও রাজনৈতিক ইস্যু পাচ্ছেন না? সেই জন্য এই সমস্ত কথা ওরা বলে বেড়াচ্ছেন? নির্বাচনের মুখে শুধু শুধু বাজার গরম করার কোনও মানে হয় না’।