পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ, বাড়ছে জল্পনা

অনুরোধ জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামী মাসেই রাজ্য সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সফর ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে। বঙ্গ বিজেপি সূত্রে খবর, সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই বাংলায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,’ বঙ্গ বিজেপির তরফ থেকে শাহকে আসার জন্য অনুরোধ করা হয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দফতর থেকে এখনও নিশ্চিত করা হয়নি। সভার জায়গা এখনও ঠিক হয়নি’।পাখির চোখ লোকসভা নির্বাচন। আর তার আগেই বঙ্গে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বাংলা জুড়ে মোট ১৪ টি সভা করার কথা রয়েছে তাঁর। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ২০২৪-এর আগে বেশ কয়েকবার বাংলায় আসবেন বলে জানা গিয়েছে।