মাঝ আকাশে অর্ধনগ্ন হয়ে বিমান কর্মীকে ঘুসি,গায়ে থুতু মদ্যপ মহিলার

মুম্বই,৩১ জানুয়ারি :মাঝ আকাশে মদ্যপ অবস্থায় অর্ধনগ্ন হয়ে বিমানকর্মীকে ঘুসি মারা ও থুতু ছিটানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। জানা যায়
ভিস্তারা বিমান সংস্থার বিমানে ঘটে এই ঘটনা।উল্লেখ্য যে, সোমবার আবু ধাবি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। সেই UK256 বিমানেরই যাত্রী ছিলেন বছর পঁয়তাল্লিশের পাওলা পেরুসিও নামে এক ইতালিয়ান মহিলা। তিনি ইকোনমিক ক্লাসের টিকিট কেটে বিসনেস ক্লাসের আসনে গিয়ে বসেন বলে অভিযোগ ওঠে। তাতেই আপত্তি জানান বিমান কর্মীরা এবং তাঁকে নিজের সিটে গিয়ে বসতে বলা হয়। আর এতেই মেজাজ হারান তিনি। মদ্যপ অবস্থায় চিৎকার চেঁচামিচি শুরু করে দেন। তা সত্ত্বেও তাঁকে থামানোর চেষ্টা করেন ক্রুয়ের সদস্যরা। কিন্তু তাঁদের কথা শোনেননি পাওলা। উলটে রাগের মাথায় নাকি বিমানকর্মীকে ঘুসিও মারেন তিনি। অন্য একজনের গায়ে থুতুও ছেটান।এখানেই শেষ নয়, এরপর একের পর এক পোশাক খুলতে শুরু করেন পাওলা। সেই অবস্থাতেই বারবার আসন ছেড়ে ওঠেন আর বসেন। জানা গিয়েছে, মুম্বইয়ে বিমানের অবতরণের পরই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।