মধ্য প্রদেশে হোশাঙ্গাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে হল ‘নর্মদাপুরম’

বিজেপি শাসিত মধ্য প্রদেশের হোশাঙ্গাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘নর্মদাপুরম’ করা হয়েছে। রাজ্য সরকার হোশাঙ্গাবাদ জেলার নাম নর্মদাপুরম ঘোষণা করার পর থেকেই হোশাঙ্গাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে নর্মদাপুরম করার দাবি উঠেছিল। এবার পশ্চিম মধ্য রেলওয়ের ভোপাল বিভাগের হোশাঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করা হল। স্টেশনটি ‘নর্মদাপুরম’ নামে পরিচিত হবে।
স্টেশনের নাম পরিবর্তনের পাশাপাশি বদলেছে স্টেশন কোডও। নর্মদাপুরম স্টেশন কোড হবে এনডিপিএম। গত ২৮ জানুয়ারী পশ্চিম-মধ্য রেলওয়ে জোনের জবলপুর সদর দফতর থেকে নর্মদাপুরম করার আদেশ জারি করা হয়েছে। এরপর রেলওয়ে স্টেশনের সব বোর্ডে নাম পরিবর্তন করা হয়। রেলের সাধারণ টিকিট, রিজার্ভেশন টিকিটেও ‘এইচবিডি’ নয়, নর্মদাপুরম এবং কোড ‘এনডিপিএম’ দেখাতে শুরু করেছে। এর সাথে, নর্মদাপুরমের বাসিন্দারা নতুন সংক্ষিপ্ত নাম ‘এনডিপিএম’ও পেয়েছেন। রাজ্যটিতে এর আগে ২০২১ সালে হাবিবগঞ্জ রেল স্টেশনের নাম পরিবর্তন করে রানী কমলাপতি স্টেশন করা হয়েছিল।
এর আগে বিজেপিশাসিত উত্তরপ্রদেশের ফৈজাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ক্যান্ট, মুঘলসরাই জংশনের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় জংশন, ইলাহাবাদ জংশনের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ জংশন করা হয়েছে। এসব নিয়ে বিতর্কের মধ্যে ফের আরও একটা স্টেশনের নাম পরিবর্তন করা হল। হোশাঙ্গ শাহ (আল্প খান) (১৪০৬-১৪৩৫) ছিলেন মধ্য ভারতের মালওয়া সালতানাতের প্রথম আনুষ্ঠানিকভাবে নিযুক্ত সুলতান। হোশাঙ্গ শাহের সমাধি মধ্য প্রদেশের তাজমহল নামেও পরিচিত।