‘ভারত জোড়োয় আমন্ত্রণ পাইনি’, ফের দাবি সুদীপের

শ্রীনগরের লালচৌকে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র সমাপ্তি হল আজ৷ কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না কংগ্রেসের৷ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রকারন্তরে দাবি করেন, রাহুলের ভারত জোড়ো যাত্রার সমাপ্তি পর্বে অংশ নেওয়ার আমন্ত্রণ পায়নি তিনি বা তাঁর দল। তবে রাহুলের এই উদ্যোগকে পরোক্ষে সাধুবাদ জানিয়েছেন সুদীপবাবু। দক্ষিণে কন্যাকুমারী থেকে উত্তরে জম্মু-কাশ্মীর – গত ১৩৬ দিনে রাহুল গান্ধি সফর করেছেন ১২টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপর দিয়ে। শুরু থেকেই পরিষ্কার ছিল, কংগ্রেস কর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি রাহুলের এই যাত্রার অন্যতম উদ্দেশ্য বিরোধী জোটকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা। সেইমতো বিভিন্ন রাজ্যের উপর দিয়ে যাত্রা করার সময় একাধিক বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেখা গিয়েছে রাহুল গান্ধির সঙ্গে পা মেলাতে। কিন্তু সমাপ্তি অনুষ্ঠানেই ঘটল ছন্দপতন। সোমবার শ্রীনগরে প্রমুখ বিরোধী দলগুলির মধ্যে উপস্থিত ছিল শুধুই ডিএমকে, এনসিপি, পিডিপি, সিপিআই, আরএসপি, আইইউএমএল এবং বিএসপি এমপি-র প্রতিনিধিরা। অবশিষ্ট অন্যান্য রাজনৈতিক দলগুলি কেন অংশগ্রহণ করল না সমাপ্তি অনুষ্ঠানে? প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দর মহলেই।এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, তাঁরা কোনও চিঠি বা আমন্ত্রণ পত্র পাননি। এদিন একই সুর শোনা গেল সোমবার নয়াদিল্লিতে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনি বলেন, ‘লোকসভার দলনেতা হিসাবে কোনও আমন্ত্রণ পাইনি। অন্য কেউ পেয়ে থাকলে জানি না। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।’ অবশ্য রাহুলের এই যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে সুদীপ জানিয়েছেন, রাহুল গান্ধির এই যাত্রা একটি সদর্থক ও ইতিবাচক পদক্ষেপ।