নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জমি দখলের অভিযোগ ঘিরে অমর্ত্য এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে সংঘাত চলছে। রবিবার বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, নোবেলজয়ীর বাসভবন ‘প্রতীচী’ বিশ্বভারতীর মালিকানাধীন জমিতেই রয়েছে। এই বিতর্কের মধ্যে এদিন বীরভূম সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন অর্থনীতিবিদের বাড়িতে যান। প্রতীচীর বারান্দায় বসে তাঁর সঙ্গে কথাও বলেন। অমর্ত্য সেনের হাতে রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেকর্ড ও জমির নথিপত্রও তুলে দেন মুখ্যমন্ত্রী। তখন অর্থনীতিবিদ বলেন, ‘ওরেব্বাবা! দারুণ ব্যাপার তো।’ পরে মমতা হুঁশিয়ারির সুরে বলেন, ‘অমর্ত্যদাকে বিজেপি যেন অপমানের চেষ্টা না করে।’ এদিন অমর্ত্য সেনকে জেড প্লাস ক্যাটিগোরির নিরাপত্তা দেওয়ার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। নোবেলজয়ীর নিরাপত্তার জন্য প্রতীচীতে পুলিশের ক্যাম্প বসানোর জন্য রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দিয়েছেন তিনি। রবিবার বিশ্বভারতীর তরফে দাবি করা হয়েছে, অমর্ত্যের ‘প্রতীচী’ বাড়ির প্রকৃত জমি ১.২৫ একর। ১৩ শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছেন তিনি। এই জমি বিতর্কে লেগেছে রাজনীতির রং। জমি দখলে রাখার অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যদিকে, অমর্ত্যের পাশে দাঁড়িয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিন স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁরা বাড়িতে যাওয়া এই বিতর্ক এবার অন্য মাত্রা পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।
