রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী মুঘল গার্ডেনের (Mughal Garden) নাম বদলে দেওয়া হল। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনে ‘অমৃত মহোৎসব’-এর থিমের সাথে সামঞ্জস্য রেখে, ভারত সরকার শনিবার, ২৮ জানুয়ারি, রাষ্ট্রপতি ভবনের আইকনিক মুঘল উদ্যানের নামকরণ করেছে। ১৫ একর অঞ্চল পর্যন্ত বিস্তৃত, ‘মুঘল গার্ডেন’ এখন থেকে ‘অমৃত উদ্যান’ নামে পরিচিত হবে। শনিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্তা। এবার থেকে রাষ্ট্রপতি ভবনের ভিতরের সবকটি উদ্যান মিলিয়ে একটিই নাম রাখা হল। প্রতিবছর মুঘল গার্ডেন দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। বছরের একটি নির্দিষ্ট সময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় এই উদ্যান। রাষ্ট্রপতি ভবন সূত্রে আরো জানানো হয়েছে, রবিবার, ২৯ জানুয়ারি এই ‘অমৃত উদ্যানের’ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৩৮ প্রজাতির গোলাপ ১০ হাজার টিউলিপ এবং ৭০ টি বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ হাজার মরশুমি ফুলের গাছ রয়েছে এই উদ্যানে। ৩১ জানুয়ারি থেকে ৩১ শে মার্চ পর্যন্ত আগামী দু মাসের জন্য এই উদ্যান সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। জানুয়ারির ২৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত কৃষক, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, আর্মি, আধা সামরিক বাহিনী এবং দিল্লী পুলিশের জন্য খুলে দেওয়া হয়েছে এই ঐতিহাসিক উদ্যান।
