মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে নানান রকম অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কোথাও খাবারে পাওয়া গেছে সাপ, তো কোথাও আবার টিকটিকি। এই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ১১ জনের এই দল রবিবারই এসে পৌঁছায় কলকাতায়। দলে রয়েছেন ইউনিসেফ-এর প্রতিনিধি অধ্যাপক। জানা যাচ্ছে, বিকাশ ভবনে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারবেন তাঁরা। এরপর রাজ্যের প্রায় চারটি জেলা পরিদর্শনে যাবেন প্রতিনিধি দলের সদস্যরা। ১১ জনের প্রতিনিধি দল কয়েকটি ভাগে বিভিন্ন জেলাতেও যেতে পারে বলে খবর। সূত্রের খবর, চার জেলা পরিদর্শনের পর কলকাতা হয়ে এই টিম দিল্লি যাবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে সুপারিশ পাঠাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
