তুষারধসে মৃত্যু হল একজনের। বুধবার জম্মু ও কাশ্মীরের গুলমার্গে (Gulmarg) ঘটনাটি ঘটেছে। একজনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। স্থানীয় সূত্রের খবর, গুলমার্গ স্কিইং রিসর্টের উপরের অংশে তুষারধস আঘাত হেনেছে। তুষারধসের নীচে আরও দুজন চাপা পড়েছেন। দুই বিদেশি স্কাইয়ার নিখোঁজ রয়েছেন। বর্তমানে এলাকায় উদ্ধার অভিযান চলছে। এর আগে শুক্রবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার পাদ্দার এলাকায় তুষারধস নেমেছিল। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তারপর ফের দিন ধস নামল। কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।
