বাজেট ২০২৩: অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদি কী বললেন?

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : বুধবার ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উল্লেখ্য যে,কেন্দ্রে মোদি সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে আর পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাবে না এই সরকার। করমুক্ত আয়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কার করা হয়েছে এই বাজেটে। তবে বাজেট নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আসুন দেখে নেওয়া যাক –
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, অমৃতকালের প্রথম বাজেট একটি উন্নত ভারতের শক্তিশালী ভিত্তি তৈরি করবে।এই বাজেট দরিদ্র , মধ্যবিত্ত, কৃষকসহ উচ্চাকাঙ্ক্ষী সমাজের স্বপ্ন পূরণ করবে বলেও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, দেশের কয়েক কোটি বিশ্বকর্মা এই দেশকে নির্মাণ করে চলেছেন।তাই এই সব বিশ্বকর্মার সৃজন ও পরিশ্রমকেই গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে।সেই সঙ্গে মোদি বলেন, মহিলা স্বনির্ভর গ্রুপ যা ভারতে নিজেদের অনেক বড় জায়গা করে নিয়েছে। সেদিকে লক্ষ রেখেও বিশেষ প্রকল্প আনা হয়েছে। এই বাজেট সমবায়কে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের মূলে পরিণত করবে।কৃষি, দুগ্ধ শিল্প, মৎসজীবীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিজিটালকে কৃষিক্ষেত্রের সঙ্গে এক করার বিষয়েও এবারের বাজেটে লক্ষ রাখা হয়েছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন ‘শ্রী অন্ন প্রকল্পে’র কথা। এছাড়া প্রযুক্তিক্ষেত্রে বিনিয়োগ বেড়েছে একথা জানিয়ে মোদির আশ্বাস, এর ফলে দেশে চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলে যাবে। টেকনোলজির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বাজেটে। এত বিনিয়োগ এর আগে হয়নি এর ফলে ভারতের উন্নতি আরও বেশি হবে। পরিকাঠামো উন্নয়নে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এছাড়াও মোদি বলেন, এই বিনিয়োগ তরুণদের জন্য কর্মসংস্থান এবং বিশাল জনগোষ্ঠীর জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি করবে।ভারতের শস্য গোটা বিশ্বে সমাদৃত হচ্ছে, যার লাভ পাবেন কৃষকরা। শ্রী অন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের ক্ষুদ্র কৃষক ও আদিবাসী ভাই-বোনেরা কৃষিকাজ করে আর্থিক শক্তি পাবে।