কোচবিহার বিমানবন্দর থেকে উড়বে ৯ আসনের বিমান

অবশেষে কোচবিহার বিমানবন্দর(Coochbehar) থেকে উড়বে কলকাতাগামী বিমান। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিমান পরিষেবা। ইতিমধ্যেই কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলাচলের সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আপাতত ৯ আসনের ছোট বিমান ওঠা-নামা করবে কোচবিহার বিমানবন্দর থেকে। শুক্রবার এখবর জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। দেশের ছোট ছোট বিমানবন্দর থেকে বিমান চালানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ইতিমধ্যেই দেশের একাধিক ছোট বিমানবন্দর থেকে বিমান ওঠানামা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রের উদ্যোগে। এবার এই তালিকায় সংযোজিত হতে চলেছে কোচবিহার বিমানবন্দরের নাম। জানাগেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কোচবিহার কলকাতার মধ্যে শুরু হবে ৯ আসনের বিমান পরিষেবা চালু হতে চলেছে। বিমান সংস্থার এক আধিকারিক অরুন কুমার সিং জানিয়েছেন, কোচবিহার কলকাতার মধ্যে প্রতিদিন চলাচল করবে কোচবিহার থেকে। বিমানের ভাড়া ধার্য করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা। এই বিমান চলাচল প্রসঙ্গে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ‘অতীত ভুলে কোচবিহার বিমানবন্দর থেকে ফের নিয়মিত বিমান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। খুব অল্প খরচে যাতে কোচবিহারের মানুষ এই বিমান পরিষেবা নিতে পারেন সেকারণে খুব অল্প খরচে বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভাড়ার একটা বড় অংশ ভর্তুকি দেবে কেন্দ্র। প্রতিদিন চলবে এই বিমান। আমরা চাইছি রাজনীতি ভুলে রাজ্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই বিমান পরিষেবাকে অব্যাহত রাখা। রাজনৈতিক বিতর্ক তৈরি করে মানুষকে বিমান পরিষেবা থেকে বঞ্চিত করা সমীচিন হবে না।’কোচবিহার বিমানবন্দর থেকে বড় বিমান চালানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে বলে মনে করছেন নিশীথ প্রামাণিক। এদিন তিনি বলেন, কোচবিহার বিমানবন্দরের রানওয়ে ছোট থাকার কারণে বড় বিমান নামানো সম্ভব নয়। রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হবে। জমি পাওয়া গেলে রানওয়ে বাড়িয়ে বড় বিমান নামানোর পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে।