কলকাতা হাইকোর্টে স্বস্তিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিশের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে ‘ভুয়ো’ তথ্য দিয়ে টুইট করার অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। এর বিরুদ্ধে রাজ্য শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে শোকজ নোটিশ পাঠায় কমিশন। সেই শোকজকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ সওয়াল জবাব শেষে কমিশনের শোকজ নোটিশের ওপর স্থগিতাদেশ দেয় আদালত। আগামী তিন সপ্তাহের জন্য ওই নোটিশের ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। এই সময়সীমার মধ্যে বিরোধী দলনেতাকে ডেকে কোনও জিজ্ঞাসাবাদ করতে পারবে না কমিশন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, গত কয়েক মাস আগে একটি টুইট করে নন্দীগ্রামের বিধায়ক লেখেন, কলকাতার একটি পাঁচতারা হোটেলে ‘কয়লা ভাইপো’র ছেলের জন্মদিন করা হচ্ছে। ৫০০ পুলিশ, এমনকি বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়োগ করা হয়েছে। বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। এমনকি মমতার নিয়ন্ত্রিত পুলিশের তত্ত্বাবধানে এই সমস্ত হয়েছে বলেও টুইটে অভিযোগ করেন বিরোধী দলনেতা। আর এই টুইট ঘিরেই শুরু হয় বিতর্ক। তৃণমূলের তরফে এহেন অনুষ্ঠানের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়। এমনকি শিশুকে জড়িয়ে এমন টুইটের বিরুদ্ধে রাজ্য শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করা হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যদিও পালটা কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু। আর এই বিতর্কের মধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হন বিধায়ক।
