আফগানিস্তানের পাশে ভারত। তাৎপর্যপূর্ণ ভাবে বুধবার পেশ করা কেন্দ্রীয় বাজেটে আফগানিস্তানের জন্য ২০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে ভারত। আর ভারতের এই ভূমিকাকে স্বাগত জানিয়েছে তালিবান। ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের দখল নেয় তালিবান জেহাদিরা। নতুন করে শুরু হয় তালিবান যুগ। তারপর দুই দেশের সম্পর্কেও টানাপোড়েন দেখা দেয়। কিন্তু বাজেটে অর্থবরাদ্দ করে তালিবানের প্রতি ভারত ইতিবাচক বার্তাই দিল বলে মনে করা হচ্ছে। তালিবানের মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছেন, ”ভারত যেভাবে আফগানিস্তানের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এর ফলে দুই দেশের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে। ’ যদিও গত অর্থবর্ষের তুলনায় এবার বরাদ্দ কমানো হয়েছে। গত অর্থবর্ষে আফগানিস্তানের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তালিবান জমানা শুরু হওয়ার আগেও ভারত নানা পরিকাঠামোয় বিনিয়োগ করেছে আফগানিস্তানে। এখনও হাতে রয়েছে বেশ কিছু প্রকল্প। কিন্তু স্বাভাবিক ভাবেই দেশটি তালিবানের দখলে চলে যাওয়ার পর থেকেই সেই সব প্রকল্প আর সম্পূর্ণ করা যায়নি। কিন্তু তালিবান সম্প্রতি জানিয়ে দিয়েছে, ভারত আফগানিস্তানে তাদের অসমাপ্ত অন্তত যে ২০টি প্রকল্প রয়েছে তা সম্পূর্ণ করার কাজ শুরু করতে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নয়াদিল্লির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
