নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি। এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাপস মণ্ডলের সঙ্গে বিজেপি যুক্ত বলেই অভিযোগ করেছেন তিনি। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।
প্রত্যেক দিনের ন্যায় শনিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসেছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’জেলে যাওয়ার পর কেন এ কথা হঠাৎ মনে পড়ল কুন্তলের? কেউ শিখিয়ে দিয়েছে মনে হচ্ছে। এতদিন তো মুখ খুলতেই চাইছিল না। তাপস মণ্ডল হোক অথবা অন্য কেউ, এসব কাজ করার সময় মনে পড়েনি কে সিপিএম আর কে বিজেপি? আর যখন পালানোর রাস্তা নেই তখন বিজেপির নাম বলছেন। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওএমআর শিট, অ্যাডমিট কার্ড। তাঁর সমস্ত অপকর্ম প্রমাণিত হয়ে গেছে, এখন আর কোন ভাবেই পালিয়ে বাঁচা যাবে না’।
